Latest News

২০২৫‑২৬ অর্থবছরে সরকারি মহাবিদ্যালয়ের জন্য নতুন বাজেট বরাদ্দ ঘোষণা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৫‑২৬ অর্থবছরের জন্য ‘সরকারি মহাবিদ্যালয়সমূহ’ খাতে বরাদ্দ চূড়ান্ত করেছে। এই বাজেট থেকে দেশের নতুন সরকারি কলেজগুলোর শিক্ষক‑কর্মচারীদের বেতন‑ভাতা প্রদান করা হবে। বরাদ্দ ব্যবহারে আর্থিক বিধি‑বিধান অনুসরণ ও বকেয়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৬ এইচএসসি বিজ্ঞপ্তি – ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চালু থাকবে। বোর্ডের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত অন্য কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।