
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২৫‑২৬ অর্থবছরের জন্য ‘সরকারি মহাবিদ্যালয়সমূহ’ খাতে বরাদ্দ চূড়ান্ত করেছে। এই বাজেট থেকে দেশের নতুন সরকারি কলেজগুলোর শিক্ষক‑কর্মচারীদের বেতন‑ভাতা প্রদান করা হবে। বরাদ্দ ব্যবহারে আর্থিক বিধি‑বিধান অনুসরণ ও বকেয়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
